computer programming এর বই খুললে প্রথম যে প্রগ্রামটা শেখানো হয়, সেটা হল computer screen এ "Hello World" লেখা। আমার জন্য এই বাংলা ব্লগটা অনেকটা সেই রকম। অনেকদিন বাংলা ব্লগ পড়ে মনে হয়েছিল যে আমিও হয়ত পারব, কিন্তু একদিনতো শুরু করতে হয়। আজ কাল করতে করতে এক বছর, কাল অভ্র কী বোর্ড ডাউনলোড করে আজ লিখতে বসা।
কোন বিষয় না, শুধু practice, আমার অধিকাংশ project first chapter আটকে যায়, আশাকরি এটা আটকাবে না, আশাকরি আমিও একদিন full speed এ লিখব বাকি সবার মত। সেদিনের প্রত্যাশায়...
No comments:
Post a Comment