অখন্ড অবসর বলে একটা জিনিস আছে। সত্যি সত্যি কোন অবসর অখন্ড হতে পারে? ঠিক কতখানি খন্ডিত না হলে তাকে অখন্ড অবসর বলে? মাঝে মাঝে মধ্যরাতে এই প্রশ্ন হানা দেয়। অবসর আমার যে নেই তা না, কিন্তু সবই খন্ড বিখন্ড।
অফিসের ফাঁকে বাইরে বসে ৫ মিনিট রোদ পোহানো, কিংবা মধ্যরাতে বসে একটু গল্পের বই পড়া - আমার এইটুকু অবসর আছে। ছুটি নিলে কোথাও ঘুরতে যাই, বা নিজের ব্যক্তিগত কাজ সারি। আমি অলস লোক, সকালে বেলা করে ঘুম থেকে উঠবো, ইচ্ছে হলে কাজ করবো, ইচ্ছে হলে নেটফ্লিক্স দেখবো, ইচ্ছে হলে নাস্তা করব - আমার কাছে ছুটি মানে আসলে নিজের ইচ্ছের জয়। সেই অর্থে ছুটি পাইনি বহু বহুদিন।
[অসমাপ্ত]
No comments:
Post a Comment