আজকে বাচ্চাদের স্কুল থেকে তুলতে গিয়েছিলাম। আমার অরিজিনাল ডিউটি ছিল না এটা, কিন্তু হঠাৎ প্রয়োজন হওয়াতে যেতে হল।
নিজের দুই বাচ্চা + প্রতিবেশির একজন, সব মিলিয়ে তিনজনকে তুলতে হবে। ওদের উঠানোর সাথে সাথে ওরা সমস্বরে বলল, উই আর হাংগ্রি।
আমি পিৎসা নিতে চাইলাম। কেউ রাজী হলো না। এরপরে ফ্রাইড রাইসের কথা বললাম, নাকচ হয়ে গেল। এরপর ওদের সাজেশন চাইলাম।
দুইজন জানালো যে সাবওয়েতে স্যান্ডুউইচ খেতে চায়। ছোট মেয়ে রাজি হলো না। বাকি দুইজন বলল যে এটা ডেমোক্রেসি, সুতরাং ওকে মেজরিটির মতামত মানতে হবে। ছোট মেয়ে ডেমোক্রেসি যে কতখানি খারাপ সেটা নিয়ে ফোঁসফোঁস করল কিছুক্ষণ।
সাবওয়েতে বসে আমরা বিভিন্ন তন্ত্র নিয়ে আলোচনা করলাম।
কঠিন সমাজতন্ত্র হলে শহরে হয়তো একটাই খাবারের দোকান থাকতো, কোন চয়েজ থাকতো না। সেইখানেই খেতে হতো। সবাই একই সঙ্গে এটা "নট ফেয়ার" বলে নাকচ করে দিল।
স্বৈরতন্ত্র থাকলে যার গায়ের জোর বেশি তার কথাই শুনতে হতো। একজনের কথাতেই সিদ্ধান্ত নিতে হতো।
আশ্চর্যের ব্যাপার বাচ্চারা সবাই স্বৈরতন্ত্রের পক্ষে ভোট দিল, অবশ্যই সিদ্ধান্ত নেবার মালিক হতে হবে সেই ক্ষেত্রে। আমি দেখেছি এই দুনিয়াতে সবচেয়ে সৎ জবাবটা বাচ্চারাই দেয়।
আমার সারাজীবন ক্ষীণ ধারনা ছিল যে মানুষ আদতে স্বৈরাচারী প্রাণী। সেই সন্দেহ আরও ঘোরতর হলো। এই দোষটা আমাদের নয়, প্রকৃতিই আমাদের জোর যার মুল্লুক তার নিয়মে তৈরি করেছে। সমাজতন্ত্র সম্ভবত আমাদের জেনেটিক কোড থেকে বহুদূরে অবস্থিত একটা তাত্ত্বিক ধারণা। ঠিক মতো ঠেলা মেরে একে ফেল মারায়ে দাওয়া যায়।
আমরা যে শুধু জোর যার মুল্লুক তার নীতিতে দেশ চালাই সেটা না। আমাদের চেতনার মূলেও সেই একই মন্ত্র। আমরা সবাই নিজের মতটাই সঠিক মনে করি। গণতন্ত্রে ভিন্নমতের প্রকাশ-টকাশ ইত্যাদি ব্যাপার থাকলেও আমরা চাই আমাদের বিশ্বাসের মাপে যুক্তি সাজাতে।
গতকাল ফরহাদ মাজহারের লেখা পড়ছিলাম। পিয়াস করিম বিষয়ক। তিনি বলেছেন পিয়াস করিম বেকুব মার্ক্সবাদী না। সুতরাং তিনি অলীক বিপ্লবের স্বপ্ন দেখে না। যেই দেশে যেই আচার, কাছা তুলে নদী পার। বাংলাদেশে মার্ক্সকে খাওয়াতে গেলে প্রথম তাঁর মুসলমানি করা দরকার। একমাত্র বিজ্ঞ মার্ক্সবাদী হ্যাজামই সেই কাজ করতে পারে। জাতি অসময়ে এক হ্যাজামকে হারালো।
সেই সঙ্গে আমি গতকালের আগে পর্যন্ত জানতাম না যে কার্ল মার্ক্স এতো বড় একজন কামেল হুজুর।
প্রকৃতির নিয়মে আমিও মোটামুটি স্বৈরাচারি মানুষ। লেখাটা পড়ে মোটামুটি জোরেই বলে ফেললাম...
চু**************
স্বৈরাচার নিপাত যাক - গণতন্ত্র মুক্তি পাক - এই শ্লোগানটা আসলে সত্য না, বুঝতে বুঝতে দিন চলে গেছে অনেক।
No comments:
Post a Comment