Tuesday, January 5, 2021

উই আর ইন দ্য মিডল

"আব্বু, তুমি ডিস্টোপিয়া কী জানো?"

"ইউটোপিয়ার উল্টোটা।"

"ইউটোপিয়া যেমন মিথ্যা, ডিস্টোপিয়াও তাই" - আনুশা জানালো। পরীক্ষা, পড়ার চাপ আর নানান কারণে মনটা খারাপ। পড়া শেষে ওকে নিয়ে বের হয়েছিলাম, রাত এগারোটা পর্যন্ত বাইরে থাকলাম। আইস ক্যারামেল মাকিয়াটো আর ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে মন ভালো করাতে হলো।

গাড়িতে নানান জিনিস নিয়ে আলোচনা হয়েছে। আনুশা গুগল করে বের করেছে অর্থের সাথে সুখের সম্পর্ক আছে কিনা। গুগল বলছে সুখী হতে যা টাকা দরকার সেটার জন্য বছরে ৭৫০০০ ডলার আয় করতে হবে। সেটা কঠিন না সোজা সেটা নিয়েও আলাপ হলো। নানাবিধ বিষয় নিয়ে আলাপের শেষে এসে আনুশা অনেকটাই হাসিখুশি ফিরে পেয়েছে।

"আই থিং দিজ ওয়ার্ল্ড ইজ নাইদার গুড নর ব্যাড - উই আর প্রোবাবলি রাইট ইন দ্য মিডল।"

বাসায় ফিরেই ঘুমাতে চলে গেল।

কথাগুলো মাথাতে ঘুরছে।

আগামীকাল আরেকটা দিন শুরু হবে। বাচ্চাদের স্কুলে নামানো, অফিস, কাজের প্রচণ্ড চাপ, ক্লান্ত হয়ে ফেরা - আনুশার সারাদিন স্কুল, স্কুলে বীজগণিত শেখা, বিজ্ঞান পরীক্ষা - রাতে আমার সাথে অংক পরীক্ষার জন্য পড়তে বসা। আগামীকাল দিনটা ঠিক আজকেরই মত হবে, যেমন আজকের দিনটা ছিল গতকালের মতো। ইউটোপিয়া নয় ডিস্টোপিয়া নয়, রাইট ইন দ্য মিডল। সম্ভবত রাইট ইন দ্য মিডলের থাকার সুবিধা বা অসুবিধাই হচ্ছে দিনগুলো সব একই রকম হয়, না ভালো, না খারাপ। আনন্দগুলো তাই দুঃখের সাথে মাখামাখি করে একদম মিলেমিশে থাকে।

জন্ম থেকেই মেয়েরা কিছু না কিছু শিখাচ্ছে। কে জানতো জীবন যে আসলে একটা শিক্ষাসফর!!! আজকে প্রায় দশ বছর আগে তোলা ছোট্ট আনুশার একটা ছবি পেলাম।

এই ছোট্ট মেয়েটা হঠাৎ করে এমন দার্শনিক হয়ে যাবে সেটা কী ভাবতে পেরেছিলাম?




No comments: